চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের ২ অস্ত্রধারী গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাকারী অস্ত্রধারী ২ ক্যাডারকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- অস্ত্রধারী ছাত্রলীগ ক্যাডার ঋভু মজুমদার (২৭), অস্ত্রধারী যুবলীগ ক্যাডার মোঃ জামাল (৪০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দিন বলেন, ‘অভিযান চালিয়ে চান্দগাঁও থানার মামলা নং-১৫ এর দুইজন অস্ত্রধারী ক্যাডারদের গ্রেপ্তার করা হয়েছে। স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, আসামিদ্বয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করে হত্যায় সক্রিয় ভূমিকা পালন করে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন