বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০৮:০২ পিএম


বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক
ছবি : আরটিভি

দিনাজপুরের বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ জয়দেব মহন্ত নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।

আটককৃত জয়দেব মহন্ত বগুড়া জেলার আদমদিঘী উপজেলার গিরেন মহন্তের ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, একজন যুবক স্বর্ণের বার ভারতে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বাজারে পুলিশ অবস্থান নিয়ে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ২৫০ গ্রাম। বাজার মূল্য ১ কোটির ৩৯ লাখ ১৮ হাজার ১২৫ টাকা। পরে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission