ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আরটিভি নিউজ

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ১০:৫০ পিএম


loading/img
ফাইল ছবি।

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে কাজী দিপু (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। 

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কাজী দিপু ওই গ্রামের কাজী আক্তার হো‌সেনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিজ্ঞাপন

হ‌বিগঞ্জ ২৫০ শ‌‌য‌্যার সদর হাসপাতা‌লের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, দিপুকে হাসপাতা‌লের আনার আগেই সে মারা গে‌ছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, কালনী গ্রামের কাজী ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও রয়েছে দুপক্ষের মধ্যে। বুধবার বিকেলে শাস্তু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফরিদ মিয়ার লোকজনের ওপর হামলা ক‌রে। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |