ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ৫০ হাজার টাকায় বিক্রি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৪:৫৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে একটি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফল নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) মধ্যে রাতে ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে। জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে শায়খুল হাদীস মুফতি মুশাহিদ ক্বাসেমী প্রকাশ্যে নিলামে তোলেন। নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৫০ হাজার টাকা দিয়ে ফল দুটি কেনেন আরব আমিরাত প্রবাসী মাওলানা শরিফ আক্তার হুসাইন।

বিষয়টি নিশ্চিত করে জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম শাহীন বলেন, মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা এই ফলগুলো দান করেন। পরে ফলগুলো নিলামে তোলা হলে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই ফল এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |