ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৯:৩০ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে নিখোঁজের ৪ দিন পর স্কুলশিক্ষার্থী আদিবা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্কুলপড়ুয়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকেল ৪টার দিকে নিজবাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে শিশু আদিবার সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

বিজ্ঞাপন

শিশু আদিবাকে উদ্ধার করতে বৃহস্পতিবার দুপুর থেকে বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় উদ্ধার অভিযান শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গোখাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত আদিবার পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে। 

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আদিবা চার দিন আগে নিখোঁজ হয়। তার মা থানায় সাধারণ ডায়েরি করলে বৃহস্পতিবার আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড় থেকে আদিবার মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দুই জনকে আটক করা হয়েছে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |