হাসিনা এই দেশ থেকে টাকা-পয়সা ব্যাংক লুট করে নিয়ে গেছে: দুদু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ব্যাংকসহ অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের টাকা-পয়সা লুট করে নিয়ে গেছেন হাসিনা রেহেনা এবং তার পরিবারের সদস্যরা। অর্থনৈতিকভাবে বর্তমানে বাংলাদেশের কিছু নেই।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক অবস্থায়। প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশ্যে দুদু বলেন তারা গত তিনটি তামাশার জাতীয় নির্বাচনকে সমর্থন দিয়েছিল। ভারত আওয়ামী লীগ এবং হাসিনা ছাড়া কিছুই বোঝেনি।
এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এডভোকেট রিনা পারভিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক উপস্থিত ছিল।
এর আগে দুপুর থেকে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে জেলার পাঁচ উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়। দীর্ঘদিন পর এই জেলায় সাংগঠনিক সফরে কেন্দ্রীয় নেতাদের আগমনে নেতাকর্মীদের বেশ উৎফুল্লতা দেখা দেয়। অডিটোরিয়ামের ভেতরে শুধুমাত্র তালিকাভুক্ত ডেলিগেট সদস্যরা স্থান পায়। তবে অডিটোরিয়ামের বাইরেও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনেন। এদিকে সভায় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা এবং দেবীগঞ্জ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতারা স্ব স্ব ইউনিটের সাংগঠনিক বর্তমান অবস্থা তুলে ধরেন।
জেলা বিএনপির সম্মেলনের আগে পাঁচ উপজেলা সহ মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙ্গে নতুন কমিটি করার প্রস্তাবনাও দেন তৃনমূলের নেতারা। বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সভা শেষে সাংবাদিকদের জানান। পঞ্চগড় জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন জেলার ৪৩ ইউনিয়ন পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভার সকল নেতাকর্মী বর্তমান জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। রংপুর বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বলেছি আগামী মার্চ মাসে পঞ্চগড় জেলা বিএনপির কাউন্সিল করার কথা। তবে খুব সম্ভব আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পঞ্চগড় জেলা বিএনপির কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন গত ১৫ বছরে সকল আন্দোলন সংগ্রামে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল। আমরা আগামী দিনেও নির্বাচন সহ যেকোনো আন্দোলনে তারেক রহমানের নির্দেশে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
আরটিভি/এএএ
মন্তব্য করুন