নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে আলী হোসেন (৩৫) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ পিলারের মধ্যবর্তী জায়গায় মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে ওই যুবকের পা বিচ্ছিন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
আহত আলী হোসেন উপজেলার আছারতলী ৮ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আলী হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৪৯নং পিলারের মাঝামাঝি স্থানে মো. রাসেল (৩০) নামে আরেক যুবক মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন।
আহত রাসেল দোছড়ি ইউনিয়নের মুজিবুর রহমান এর ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘মাইন বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন