মতলব উত্তরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে দেশীয় মদ, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ (২৮), মোহাম্মদ ফারুক (২৯), মজিবর রহমান (৫২), খোরশেদ (৬০), মো আকতার হোসেন (৩৮), মো. তারা মিয়া (৩০), মো. মান্নান (৫৫), শামসুল হক (৩০) এবং মো. নয়া মিয়া (৪০)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে বেলতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা, ১১টি দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন, ৪০টি কোলকি, ৫ লিটার দেশীয় মদ, ৬টি ছোট-বড় টর্চ লাইট, ১১টি গাঁজা কাঁটার যন্ত্র, ১টি গাঁজা কাঁটার কাঠ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আটককৃত ৯ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন