ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া ভূমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০৩:৫৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালী হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীনরা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়া এ মানববন্ধনে হাতিয়া ভূমিহীন পুনর্বাসন সমিতির সভাপতি মাইন উদ্দিন লেলিনসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ ভূমিহীন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে বন্দোবস্ত দেওয়া নথির জমি এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। তাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত কয়েক দিন থেকে এই ভূমি পরিমাপ করার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া বন্ধ করার জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করছে।

বিজ্ঞাপন

তারা এ সময় প্রশাসনকে এ বিষয়ে তৎপর থেকে জমি বুঝিয়ে দেওয়া অব্যাহত রাখার দাবি করেন।

এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন মফিজুর রহমান, সায়েলা আক্তার, আবদুল জলিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ইউছুফসহ অনেকে।

মানববন্ধনে নথি যার জমি তার লেখা বিভিন্ন প্লেকার্ড নিয়ে অনেকে উপস্থিত হন। বেলা ১১টায় শুরু হয়ে এই মানববন্ধন ছিল দুপুর ১২টা পর্যন্ত। এ সময় প্রধান সড়কে তীব্র যানজট তৈরি হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |