বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণে পরিবেশ উপদেষ্টার আহ্বান
বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে উজানের দেশ ভারত ও চীনকে বাঁধ নির্মাণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির উদ্যোগে বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, চীনের তিব্বতে সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পের বিষয়ে তথ্য চেয়ে চীনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সে পরিপ্রেক্ষিতে চীন আমাদের বলেছেন, তাদের এই প্রকল্পের কারণে ভাটির দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তারপরও পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তারা যেন তথ্য-উপাত্ত চায়। কারণ তথ্য-উপাত্ত না পেয়ে এখনি কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে ভারতে যেখানে বাঁধ নির্মাণের কথা বলা হচ্ছে, সেখানে তাদের অভ্যন্তরীণ বিরোধ রয়েছে।
তিনি বলেন, একদিকে পদ্মায়, অন্যদিকে তিস্তার পানি কমে গিয়েছে। এখন যদি ব্রহ্মপুত্রের পানি কমে যায় তাহলে নদীমাতৃক বাংলাদেশের বৈশিষ্ট্য হারিয়ে যাবে। বড় ধরনের সংকটে পড়ব। কাজেই উভয় দেশের কাছে আমরা চাইব, আমাদের স্বার্থ অক্ষুণ্ন রেখে যেন কাজ হয় সে বিষয়টি নিশ্চিত করা।
নদী গবেষণা ইনস্টিটিউটের নতুন কাজের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, নদী গবেষণাকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে যেটা তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। যেমন শিল্পপ্রবণ এলাকায় নদী কী পরিমাণ দূষিত হয়ে থাকে, ঢাকার বড় বড় নদীগুলো দূষণের বিষয়ে জিপিএস পয়েন্ট দিয়ে এই প্রতিষ্ঠান জানাবে। তাহলে দাতা সংস্থা থেকে ঋণ নিয়ে কাজ করার প্রয়োজন হবে না। এ ছাড়া নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর ইকোসিস্টেমের ওপর কী ধরনের প্রভাব পড়বে এবং ওই বিষয়ে এড়িয়ে চলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে কাজ করতে বলা হয়েছে।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সহিংসতার ক্ষেত্রে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন সৈয়াদা রিজওয়ানা হাসান।
এ সহিংসতার পেছনে কোনো উসকানি রয়েছে কিনা সে বিষয়ে সরকারি সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস এম আবু হুরায়রা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন