ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০৭:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম এ রায় দেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিল। বাকি দুই আসামি পলাতক।

বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ. জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। আসামি রফিকুল ইসলাম ও জসিম আকন পলাতক রয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাত পরিচয় মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত করে মরদেহের পরিচয় পাওয়া যায়। মামলার ভিকটিম হারুন অর রশিদ বরিশাল অ্যাকাউন্টস অফিসের অফিস সহকারী পদে চাকরি করতেন। তার সঙ্গে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসামিরা তাকে হত্যা করে তার থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপরে তাকে হত্যা করে খালের পাশে ফেলে রেখে চলে যায়।

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |