ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সড়কে গাছ ফেলে ডাকাতি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ১২:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত।

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার কাথম-কালীগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এই ডাকাতি হয়। এ সময় বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়াসহ ডাকাত দলের সদস্যদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

ঘটনার শিকার স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আসাদ মিয়া বলেন, রাত ১১টার দিকে ১০-১৫ জনের ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এরপর ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। খবর পেয়ে গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাতের দল পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গ্রাম থেকে আসা ডাকাতেরা ডাকাতি করেছে বলে জানা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো জানা যায়নি।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |