ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চলন্ত ট্রাকে তরুণী ধর্ষণ, চালকের আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০২:২০ পিএম


loading/img
ছবি : আরটিভি

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। 

এই আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি ট্রাকের হেলপার মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে কারাগারে মারা যান।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনাভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলছিল। এ কারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুইজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে সারতে সময় লাগবে। 

এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যান। তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যায়। পরে ট্রাক চালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।  এ সময় তরুণীর চিৎকারে ট্রাকের যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইলে ভিডিও ধারণ করেন। তখন ইউনুস আলী ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানার মামলা দায়ের করেন।

মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। 

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |