বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা বিষয়ে কোনো ঝুঁকি নেই: র‌্যাব

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৫:০০ পিএম


বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা বিষয়ে কোনো ঝুঁকি নেই: র‌্যাব
ছবি: সংগৃহীত।

বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা বিষয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, দুই পক্ষের অন্তঃকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, তার সবগুলোই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোলরুমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের

বিজ্ঞাপন

এলাকায় ১২৩টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়া নদীপথে র‌্যাবের স্পিডবোডের মাধ্যমে নৌ টহল রয়েছে।

তিনি আরও বলেন, মোবাইল চুরি, ছিনতাইকারী, মলম পার্টি, মাদকাসক্ত ও পকেটমারের দৌরাত্ম্য রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইজতেমাকে ঘিরে ছোটখাটো কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে সে বিষয়টি মাথায় রেখে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission