ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

বকশীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৩:২৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে জমিতে চাষ করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বোরো চাষের জন্য নিজের জমিতে যান আবদুল লতিফ দুলু। এ সময় তিনি নিজের জমিতে কাজ করার সময় একই গ্রামের আজাহার আলী, আকুয়াত হোসেন ও সোলায়মান হোসেনের লোকজন তার ওপর অতর্কিত হামলা করেন। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাতে আব্দুল লতিফ দুলু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ সময় থানা পুলিশ অভিযান চালিয়ে সোলায়মান হোসেন নামে একজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

আজাহার আলীর সঙ্গে বৃদ্ধ দুলুর জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। 

আরটিভি/এএএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |