• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

বকশীগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

বকশীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:২৬
ছবি : আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে জমিতে চাষ করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বোরো চাষের জন্য নিজের জমিতে যান আবদুল লতিফ দুলু। এ সময় তিনি নিজের জমিতে কাজ করার সময় একই গ্রামের আজাহার আলী, আকুয়াত হোসেন ও সোলায়মান হোসেনের লোকজন তার ওপর অতর্কিত হামলা করেন। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাতে আব্দুল লতিফ দুলু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ সময় থানা পুলিশ অভিযান চালিয়ে সোলায়মান হোসেন নামে একজনকে আটক করেছে।

আজাহার আলীর সঙ্গে বৃদ্ধ দুলুর জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫
জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ 
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
বকশীগঞ্জে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার