ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:০৯ পিএম


loading/img

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইলকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শেরপুর জেলা শহরে যাওয়ার সময় বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মিন্টু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটক করা যায়নি।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |