ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে দেয়ালিকা উৎসবে জুলাই-আগস্ট বিপ্লবের চিত্র

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩৩ পিএম


loading/img

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে প্রায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা আয়োজন করেছে দেয়ালিকা উৎসব।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা হলরুমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ দেয়ালিকা উৎসব। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা দেয়ালিকার মাধ্যমে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামের চিত্র তুলে ধরেছেন। জেলা প্রশাসকসহ অতিথিরা দেয়ালিকাগুলো ঘুরে ঘুরে দেখেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ‘এই দেয়ালিকা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার অসাধারণ প্রকাশ ঘটেছে। এটি এখন পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এ উৎসব পালন করা হবে।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |