ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে কৃষকের ৫০ শতক জমির মিষ্টি কুমড়ার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী কৃষক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমতা ইউনিয়নের নয়াচর গ্রামের কৃষক মোহাম্মদ আলীর খেতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও কৃষকের পরিবার সূত্রে জানা যায়, আগের দিন সন্ধ্যায়ও মিষ্টি কুমড়ার গাছ সতেজ ছিল। রোদ ওঠার পর আস্তে আস্তে গাছ নিস্তেজ হতে দেখে চিন্তিত হয়ে যান কৃষক। পরে দেখা যায় প্রতিটি গাছের গোড়া কাটা।
এলাকাবাসী বলছেন, কৃষক মোহাম্মদ আলী নিরীহ সাধারণ মানুষ। তার এ ক্ষতি অত্যন্ত দুঃখজনক।
ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আলী বলেন, ৫০ শতক জমির খেতে ফলন্ত মিষ্টি কুমড়া গাছ ছিল। বেশির ভাগ গাছে পাঁচ থেকে সাতটি মিষ্টি কুমড়া ছিল। মঙ্গলবার গভীর রাতে এসব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান বলেন, কৃষকের কাছে তার ফসল সন্তানের মতো। ভুক্তভোগী কৃষককে উপজেলা কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করবে।
আরটিভি/এএএ-টি