ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারতে কারাভোগের পর ফিরলো ২ কিশোর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

রোববার, ১৪ জানুয়ারি ২০১৮ , ০৬:০৮ পিএম


loading/img

দীর্ঘ দেড় বছর কারাভোগের পর দুই বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

বিজ্ঞাপন

আজ রোববার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত আসা দুই বাংলাদেশী কিশোর হলো সূর্যপ্রতাপ (১৪) ও নিত্যানন্দ বিশ্বাস ওরফে অনিল বিশ্বাস (১৬)।

বিজ্ঞাপন

ফেরতকৃত সূর্যপ্রতাপ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাবলাতলা গ্রামের সরোজ হালদারের ছেলে ও নিত্যানন্দ নড়াইল জেলার কালিয়া উপজেলার সুমারতলা গ্রামের ঠাকুর বিশ্বাসের ছেলে।

দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এসএম আব্দুল হালিম জানান, ২০১৬ সালে ৬ জুলাই সকালে বেনাপোল সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে সূর্যপ্রতাপ ও নিত্যানন্দ বিশ্বাস ভারতে প্রবেশ করে। এরপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদেরকে কেষ্টনগর সেফহোমে রাখার নির্দেশ দেন। সেখানে দীর্ঘ দেড় বছর কারাভোগের পর আজ রবিবার দুপুরে তাদেরকে ফেরত দেয় বিএসএফ।

ফেরতকৃত দুই কিশোরকে দামুড়হুদা মডেল থানা পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই দুই কিশোরকে দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি দামুড়হুদা মডেল থানা পুলিশকে তাদের হস্তান্তর করে। পরে ফেরতকৃত দুই শিশুকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |