টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবাহী নসিমনের ধাক্কায় হুজাইফা (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের বাগবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুজাইফা উপজেলার ভাদুড়ীচর গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দাসী বাজার থেকে বাইসাইকেলে নিজ বাড়িতে ফিরছিল হুজাইফা। বেলা সাড়ে ১১ টার দিকে বাগবাড়ি এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বাঁশ ভর্তি একটি নসিমন সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় হুজাইফা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নসিমনটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম ঘটনার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এএএ/এআর