ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

হিলিতে কমেছে আলু ও কাঁচামরিচের দাম

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি আলু ও কাঁচামরিচের দাম। কেজি প্রতি আলু ৫ টাকা কমে ১০ টাকা এবং কাঁচামরিচ কেজি প্রতি ১০ টাকা কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে চাল, তেল এবং মসলার বাজার নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। 

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারের আলু ও কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলে, বাজারে সরবরা বৃদ্ধির কারণে কমতে শুরু করে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে বিক্রিও একটু বেড়েছে। এখন আলু ১০ থেকে ১৫ টাকা এবং কাঁচামরিচ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |