রাজবাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে আসিফ মুস্তাহিদ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) গোদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আসিফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। সে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে চার বন্ধু গোসল নেমে সাঁতরে নদীর মাঝে চলে যায়। ফিরে আসার সময় ঢেউয়ের মধ্যে পরে যায় তারা। এ সময় তিন বন্ধু নদীর পাড়ে আসতে পারলেও আসিফ ডুবে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে আসিফের সন্ধান করে না পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। দুপুর ২টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রকে পাওয়া যায়নি।
আসিফের বন্ধু সানি জানান, তারা নদীতে গোসল করতে নেমে সাঁতরে চলে এলেও আসিফ ডুবে যায়। পরে বিষয়টি সবাইকে জানায় তারা।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. নেছার আলী বলেন, ‘ছয় সদস্যের একটি ডুবরি দল দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত প্রথম দিনের উদ্ধার অভিযানে স্কুলছাত্রকে পাওয়া যায়নি। নদীতে অনেক স্রোত রয়েছে। তবে পরিবার চাইলে রোববার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হবে।’
আরটিভি/এমকে