ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইলিশ ধরার জালে উঠল জেলের মরদেহ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:০২ পিএম


loading/img
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে ইলিশ ধরার জালে দুলাল হাওলাদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায় মহিপুর থানা পুলিশ। নিহত দুলাল হাওলাদার ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

জেলেদের সূত্রে জানা গেছে, হাবিব খলিফার মাছের ট্রলারে জেলেদের সঙ্গে মাছ শিকারে সাগরে যায় দুলাল। শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় জালের সুতায় পা আটকে সাগরে পড়ে যায় দুলাল। গতকাল তার মরদেহ জালে আটকে পড়লে মরদেহ উঠিয়ে রোববার রাতে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।  এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |