বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।’ পৌনে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে এ অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গত শনিবার রাতে আগামী ছয় মাসের জন্য ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকেই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে পদবঞ্চিতরা। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করা হয়।
এদিকে অপপ্রচার ও আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
আরটিভি/এমএ-টি