ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে আবারও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।’ পৌনে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে এ অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

IMG-20250210-WA0020

বিজ্ঞাপন

গত শনিবার রাতে আগামী ছয় মাসের জন্য ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকেই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে পদবঞ্চিতরা। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

IMG-20250210-WA0022

এদিকে অপপ্রচার ও আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |