ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২৩ এএম


loading/img

রাজবাড়ী জেলা কারাগারে বুকের ব্যথায় অসুস্থ হয়ে আলেয়া বেগম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। হঠাৎ ওই হাজতি অসুস্থ হয়ে পড়লে রাজবাড়ী সদর হাসপাতালে তাকে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

আলেয়া বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম একটি মাদক মামলায় চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে হাজতি হিসেবে জেলা কারাগারে ছিলেন। রোববার রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করেই তার বুকে ব্যথা শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |