ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ফরিদগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্যার বিতরণ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৫ পিএম


loading/img

চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে স্যার বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় দুই হাজার বস্তা ইউরিয়া সার কৃষকের মাঝে তুলে দেয়া হয়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার দিনব্যাপী ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ, রূপসা ও গুপটি ইউনিয়নে এসব সার বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।

ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ৫ হাজারের অধিক দরিদ্র কৃষকের মাঝে সার তুলে দেওয়া হবে বলে জানান মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী। এ ছাড়াও সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ২ হাজারের অধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, বিএনপির নেতা মন্জিল হোসেন, ১৫ নং রূপসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা বিল্লাল হোসেন ভূঁইয়াসহ অনেকে।

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |