চুয়াডাঙ্গা দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। লাল টেপে মোড়ানো ওই বোমা সদৃশ বস্তুকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বোমা সদৃশ বস্তু সন্দেহে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ওই ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর দেওয়া হয়েছে র্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কেরুজ জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি (কৌটা) বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। বোমা সন্দেহে দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সংরক্ষিত করা হয়েছে পুরো এলাকাটি।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, র্যাব-৫ এর বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু।
আরটিভি/এএএ