গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক ফালান মিয়াকে (২৫) হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের মধ্যে তিনজন হত্যায় সরাসরি জড়িত এবং অপরজন ছিনতাইকৃত অটোর ব্যাটারী ক্রয় করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বিষিয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহের ভালুকা উপজেলার কয়সেরকুল গ্রামের আবুল কাশেম সাগর (২২), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জোনকাই (আলালপুর) গ্রামের আবুলের ছেলে শাহীন (২০), ময়মনসিংহের থানার সোনাখালী এলাকার সেলিমের ছেলে আরিফ হোসেন (১৮) এবং একই থানার বনপাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী শুক্কুর আলী (৪৪)। তারা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগাচালা) এলাকায় পৃথক বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।
ভুক্তভোগী ফালান মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাদল মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে আবেদনের প্রেক্ষিতে মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে দায়িত্ব দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ বিশ্বাস বলেন, রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ফালান মিয়া শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া মক্কা-মদিনা সুমনের গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিক্সা নিয়ে বের হয়। ওইদিন রাত ১০টায় অটোচালক পানি খাওয়ার জন্য বাসায় যায়। পানি খেয়ে আবার অটোরিকশা নিয়ে বের হন তিনি। পরে আসামি সাগর, শাহিন, আরিফ এবং তাদের সহযোগী পলাতক আসামি নাঈম একই রাত সাড়ে ১১টায় মাওনা চৌরাস্তা থেকে ফালান মিয়ার অটোরিকশা ভাড়া নিয়ে বারতোপায় নিয়ে যায়।
দুইদিন পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জানতে পারেন উপজেলার দক্ষিণ বারতোপা এলাকার (জোড়াদিঘী) গজারী বনের ভেতর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদহেটি তার স্বামী ফালানের বলে শনাক্ত করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে শ্রীপুর পৌরসভার মাওনা এলাকা থেকে ভাঙ্গারী ব্যবসায়ী শুক্কুর আলীকে গ্রেপ্তার করে।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আসামি সাগর ও শাহীনকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ (বউ বাজার) এলাকা এবং আরিফ হোসেনকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগাচালা) এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আসামি সাগর ও শাহীন ভুক্তভোগী অটোচালককে গলায় মাফলার দিয়ে শ্বাসরোধ করে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেয়।
তারা অটোরিকশা থেকে ব্যাটারি খুলে শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী শুক্কুর আলীর দোকানে ২৮ হাজার টাকায় বিক্রি করে। মূলত অটোরিকশা ছিনতাইয়ের জন্যেই তারা চালককে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়। ভাঙ্গারি ব্যবসায়ী আসামী শুক্কুর আলী (৪৪) অটোরিক্সা ক্রয়ের কথা আদালতে স্বীকার করেছেন।
আরটিভি/কেএইচ/এআর