ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

রাজবাড়ীতে ট্রাক্টরচাপায় প্রাণ গেল কলেজশিক্ষকের

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৫৫ পিএম


loading/img

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টরচাপায় হাসিবুল হাসান বুলবুল (৪০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আঁখ সেন্টারের সামনে জামালপুর-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল হাসান বুলবুল জামালপুর ইউনিয়নের বাধুলীখালকুলা গ্রামের ইউসুফ শেখের ছেলে। তিনি বালিয়াকান্দি জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
 
স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল শিকদার বলেন, জামালপুর বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। বিকেল ৪টার দিকে হাসিবুল হাসান বুলবুল হাট থেকে বাজার-সদাই করে মোটরসাইকেল নিয়ে বাধুলীখালকুলা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। বাজারের কাছেই আখ সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে স্থানীয় ইটভাটার একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ট্রাক্টরচাপায় কলেজশিক্ষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |