ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম, সম্পাদক কামাল

আরটিভি নিউজ

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:০৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাসিম উদ্দীন নাসিম (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর) নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে এস এম কামাল হোসেন (ভোরের দর্পন) পুননির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোট গ্রহণের পর গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আ্যাড. মুক্তার হোসেন ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মো. আশরাফুল ইসলাম ও মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে মো. আলী সুফি সান্টু (সময়ের আলো), যুগ্ম সম্পাদক পদে মো. লিটন হোসেন লিমন (ঢাকা মেইল), কোষাধ্যক্ষ পদে মুন্ডা কালিদাস (জনকণ্ঠ), অফিস সম্পাদক পদে খন্দকার শাসছুজোহা (আজকের দর্পন), ক্রীড়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মো. ওমর ফারুক তালুকদার (দৈনিক বার্তা রাজশাহী), নির্বাহী সদস্য পদে মো. শফিকুল ইসলাম (আলোকিত সকাল), নির্বাহী সদস্য পদে মেহেদী হাসান বাবু (বাংলা টিভি)।

বিজ্ঞাপন

এর আগে, নির্বাচনকেন্দ্র পরিদর্শন করেন- নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রওশন আলী, নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, এলজিডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান, এনডিসি মো. রাসেদুল ইসলাম প্রমুখ।

আরটিভি নিউজ/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |