শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন দামি ব্র্যান্ডের আইসক্রিম তৈরি ও ক্ষতিকারক রংয়ের ব্যবহারে কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) অনিদ্র মণ্ডল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সখিপুর থানার মোল্লার বাজার এলাকায় অভিযান চালান জেলা নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য বলেন, সখিপুর থানার মোল্লারহাট এলাকার মেসার্স পরান আইসক্রিম ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকারক রং মিশিয়ে দেশের বিভিন্ন নামকরা ব্র্যান্ডের নামে আইসক্রিম তেরি করে বাজারজাত করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় রং মিশ্রিত বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম, বিভিন্ন মোড়ক, অনুমোদনহীন রং ও ৩০ কেজি চকলেট পাউডার জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। অভিযানে কারখানার মালিক মো. সোহেল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এএএ-টি