বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশকে রক্ষা করতে জিয়ার সৈনিকেরা লড়াই চালিয়ে যাবে। স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে মুক্ত করেছেন। আর আমরা সেই জিয়ার সৈনিকেরা আগামীর বাংলাদেশ গড়তে সব ধরনের লড়াই সংগ্রামে একসঙ্গে এগিয়ে যাব।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ জেলা শহরের নওযোয়ান মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।
মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিবাদ অপশক্তিকে দেশের মানুষ বিদায় করেছে। আবার যেন নতুন করে কোন ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে না ঘটে সেই জন্য জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধ। শহীদ জিয়ার সৈনিকেরা হাসিমুখে মরতে জানে, লড়াই সংগ্রাম করতে জানে। বিএনপির সময় স্বনির্ভর বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, খাদ্যে সয়ংসম্পন্ন বাংলাদেশের রূপকার ঘটেছিল।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবুবক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসমবায় সম্পাদক ও সাবেক পৌর মেয়র নওগাঁ নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম টুকুসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
আরটিভি/এএএ