ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

আরটিভি নিউজ 

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতির দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন গণমাধ্যমকে জানান, জাহাঙ্গীর তার ভাগনে সম্রাটকে নিয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত কাজের উদ্দেশে বের হন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় খাদিমপুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজগার আলী বলেন, তিনি শুনেছেন দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |