ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পিকনিকের বাস থেকে মাথা বের করায় প্রাণ গেল স্কুলছাত্রের

আরটিভি নিউজ 

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাস থেকে মাথা বের করায় সড়কের পাশের গাছের সঙ্গে আঘাত লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

নিহত রাশেদুল ইসলাম (১৫) উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস পিকনিকের জন্য গাজীপুরের সাফারি পার্কে যাত্রা করে। কিছুক্ষণ পরে দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করলে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত লেগে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |