ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শামীম সমর্থকদের আঘাতে আহত আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮ , ০৬:১৪ পিএম


loading/img

হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা-ধাওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী আহত হয়েছেন। বর্তমানে তিনি আহত অবস্থায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাস্তায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে। এতে মেয়র আইভীসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান শহরের ফুটপাতে হকারদের বসার নির্দেশ দেয়ার পর হকারদের ঠেকাতে মঙ্গলবার বিকেলে আইভী নগর ভবন থেকে শত শত নেতাকর্মী নিয়ে শহরের চাষাঢ়ায় যান।

বর্তমানে নারায়ণগঞ্জ শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, সড়ক থেকে হকার উচ্ছেদ করাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও মেয়রের মধ্যে বেশ কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি বাক্য বিনিময় হচ্ছিল। 

বিজ্ঞাপন

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |