সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণ তুলে নেওয়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৫৫ পিএম


সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণ তুলে নেওয়া হয়েছে
ফাইল ছবি

সাজেক ভ্যালিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে পর্যটক ভ্রমণে প্রশাসনের নিরুৎসাহিতকরণ তুলে নেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, সাজেকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সাজেক রিসোর্ট কটেজ ব্যবসায়ীদের একটি আবেদন আমরা পেয়েছি। 

বিজ্ঞাপন

তারা বলেছেন, যেহেতু পর্যটন মৌসুম শেষের দিকে এবং পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে তাই এই কয়েক দিন তারা ব্যবসা করতে না পারলে আরও ক্ষতিগ্রস্ত হবেন। যেহেতু এখনও অনেক রিসোর্ট কটেজ অক্ষত আছে, তাই ওখানকার স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির সঙ্গে আলোচনা করে এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিরুৎসাহিতকরণ তুলে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গতকাল সোমবার সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৯৫টি রিসোর্ট-কটেজ, দোকান ও বসতবাড়ি ভস্মীভূত হয়ে যায়। এছাড়া সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন।

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission