ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ঝিনাইদহে বাস-পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদরের নগরবাথান এলাকায় এই ঘটনা ঘটে। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল রয়েল পরিবহনের একটি বাস। বাসটি ঝিনাইদহের নগর বাথান এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পাশে থাকা একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত হন ১০ জন। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রয়েল পরিবহনের বাস ও পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |