ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

২২ ঘণ্টা পর আল আমিনের লাশ ফেরত দিলো বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৯:২০ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবা পুটিয়া সিমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমীনের লাশ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফের কর্মকর্তারা। 

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সিমান্তের ২০৫০ পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেয়া হয়। 

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের। অপরদিকে বিএসএফ এর পক্ষ থেকে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অজিত কুমারসহ বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় বিজিপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বলেন, আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নিহত হন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |