দিনাজপুরের হিলি সীমান্তে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চাল ও চিনি পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষজন।
বিজ্ঞাপন
রোববার (২ মার্চ) বেলা ১১টায় হিলি বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টিসিবির ডিলার আলমগীর হোসেন।
জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে ৭ হাজার ৩৮ জনের মাঝে ৫৪০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার তেল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আরটিভি/এএএ