ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১২:২০ পিএম


loading/img

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিটুনি দিয়ে ওই ছিনতাইকারীকে পুলিশে দিয়েছে জনতা। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক এবং আটক ছিনতাইকারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই ছিনতাইকারীকে লালদিঘী মোড় থেকে ধাওয়া করছিলেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ওই যুবককে ছুরিকাহত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে যুবক মারা যান। এরপর ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। 

ঘটনা নিশ্চিত করে কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর বলেন, আমরা নিয়মিতভাবে দায়িত্বরত ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়েছি একজন ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে দেখি জনগণের হাতে ওই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছে। আমরা প্রাথমিকভাবে তাকে ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছি। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |