ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ 

আরটিভি নিউজ 

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ০২:৩৩ পিএম


loading/img

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মরিয়ম বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বিজ্ঞাপন

রোববার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম (৪৫) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আজিজুল সরদারের স্ত্রী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহত ১৫ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ট্রাকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |