ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কসবায় জোড়া খুনের আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০৮:১২ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা করে আত্মগোপনে থাকা স্বামী মো. আমীর হোসেনকে তথ্যপ্রযুক্তির সাহায্যে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের। এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কসবা থানায় এনে তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেপ্তার আমীর হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলি গ্রামের জাকির হোসেনের ছেলে। নিহত যুথি আক্তার ও স্মৃতি আক্তার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে। স্মৃতি আক্তার স্থানীয় লিয়াকত আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমীর হোসেনের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় যুথি আক্তারের। স্বামীর বাড়িতেই থাকতেন যুথি আক্তার। যুথি আক্তারের বাবা রওশন আলী বেঁচে নেই। তাদের মা একটি মামলার কারণে জেল হাজতে রয়েছেন। বাড়িতে থাকেন যুথি আক্তারের ছোট বোন স্মৃতি আক্তার ছোট ভাই জাহিদ হোসেন। বড় ভাই সৌদি আরবে থাকেন।

গত রোববার যুথি আক্তার তার স্বামী আমির হোসেনকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতের খাবার শেষে যুথি আক্তার ও তার ছোট বোন স্মৃতি আক্তার ঘরের একটি কক্ষে এবং আমির হোসেন ও তার শালা জাহিদ হোসেন একটি কক্ষে ঘুমিয়ে ছিল।

রোববার গভীর রাতে জাহিদ ঘুম থেকে জেগে তার দুলাভাইকে দেখতে পায়নি। ঘরের দরজা খোলা রয়েছে। পাশের কক্ষে তার দুই বোন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এ সময় জাহিদ চিৎকার করতে থাকলে বাড়ির আশে-পাশের লোকজন দৌড়ে এসে যুথি ও স্মৃতির মরদেহ দেখতে পায়। এদিকে হত্যার ঘটনার পর আমীর পালিয়ে যান।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |