ঢাকা

ধোবাউড়ায় টিসিবির গোডাউনে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ১০:৩২ এএম


loading/img

ময়মনসিংহের ধোবাউড়ায় জ্বালানি তেলের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে জ্বালানি তেলের দোকানসহ ধান-চাল ও টিসিবির গোডাউন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে এ আগুন লাগে।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, জ্বালানি তেলের দোকানে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তবুও আমাদের চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগুন জ্বালানি তেলের দোকানসহ ধান-চালের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। পাশে থাকা টিসিবির গোডাউনও পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |