বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঘটনায় করা মামলার আসামি ও ভয়ংকর প্রতারক ফরিদপুরের সিকদার লিটন অবশেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের পরিদর্শক ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ভয়ংকর প্রতারক সিকদার লিটন সাংবাদিক পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিল। মামলা বাণিজ্যে পারদর্শী সিকদার লিটনের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তার বিকাশ নম্বরে তিন মাসে সাড়ে ১৮ লাখ টাকার হিসাব পেয়েছে।
আরটিভি/এমকে