ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০১:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা আইনুল হকের ছেলে রাসেল রানা (২৫), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে বকুল সরকার (১৭)। তাদের মধ্যে রাসেল রানা মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এ বিষয়ে এসআই আতিকুর রহমান বলেন, মোটসাইকেলটি ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |