যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী সিজার ওরফে রাকিবের বেদম পিটুনিতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) নিহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী ঘটনার পরপরই পালিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।
রেকসোনা রাকিবের দ্বিতীয় স্ত্রী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সাকল ৮টার দিকে প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে রেকসোনার সাথে রাকিবের ঝগড়া বাধে। একপর্যায়ে রাকিব বাঁশ দিয়ে স্ত্রীকে মারপিট করতে থাকেন। উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে রেকসোনা মাটিতে লুটিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
স্থানীয়রা জানান, রাকিবের প্রথম স্ত্রী নাজমা খাতুন বিয়ের ৭ থেকে ৮ বছর পর পারিবারিক দ্বন্দ্বের কারণে বাবার বাড়িতে চলে যান। বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন। এরপর রাকিব কয়েক বছর আগে উপজেলার আন্দুলিয়া গ্রামের রেকসোনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু পরবর্তীতে প্রথম পক্ষের স্ত্রী-সন্তান নিয়ে রেকসোনার সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি ও কথাকাটাকাটি হতো। এতে পরিবারে অশান্তি দেখা দেয়।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। বাঁশের আঘাতে তার মৃত্যু হয়েছে। যতদূর জেনেছি, পারিবারিক ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। তবে তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে।
আরটিভি/এমকে