ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর ফেসবুকে পোস্ট, হামলায় নিহত ১ 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৫:২৩ পিএম


loading/img

টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি সদস্য আছর আলী আকন্দকে গ্রেপ্তারের পর ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় খলিলুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত খলিলুর রহমান উপজেলার দানকবান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আছর আলীকে গত ৮ মার্চ রাত ১২টার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ৯ মার্চ রোববার রাত ৮টার দিকে আছর আলী আকন্দের ভাই হাফেজ, ফজর ও রিয়াজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, সাইম, নাইম, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনের উপর হামলা চালায়। এতে মারাত্মক ভাবে আহত হয় তারা। 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে খলিলুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

মধুপুর থানার ওসি মো. এমরানুল কবির বলেন, গত ৪-৫ দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে-বিপক্ষে ফেসবুকে মেসেজ ও পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |