ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৬:৩৩ পিএম


loading/img

‘রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন’—এ স্লোগানকে সামনে রেখে  সম্প্রতি দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাতিয়ায় প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে দ্বীপ সরকারি কলেজের মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের সামনে এসে মানববন্ধনে অংশ নেয়। 

এ সময় ছাত্র-ছাত্রীরা ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’ ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া’ ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘ধর্ষক তোর রেহাই নাই ফাসিয়ে দিয়ে শান্তি চাই’ ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

পরে দ্বীপ সরকারি কলেজের সামনে মানববন্ধনে ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন, তারা বক্তব্য বলেন, যে সমাজে বাবার কাছে মেয়ে নিরাপদ না সে সমাজে আমাদের বেঁচে থাকার ইচ্ছে মরে গেছে। আমরা মেয়েরা কোথায় যাব? আমরা কার কাছে নিরাপদ? আমরা তো এমন বাংলাদেশ চাইনি! যেখানে আমরা মেয়েরা ঘর থেকে বের হতে হলে ভাবতে হয়, আমি আমার সম্ভ্রম নিয়ে ঘরে ফিরতে পারব কিনা। আমরা চাই শুধু গ্রেপ্তার নয়, দ্রুত ধর্ষণকারীর বিচার নিশ্চিত করতে হবে।


আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |