ঢাকা

ইটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৫:৪৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইটনা উপজেলা কমিটিতে ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক নির্বাচিত করায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা শাখার ৭৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরী।

এ নিয়ে হাওরাঞ্চলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অবিলম্বে কমিটি থেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

Screenshot_3

তানভীর আহম্মেদ হেরী হাওর বেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে।

সু্ত্র জানায়, তানভীর আহম্মেদ হেরী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কমিটিতে তার পরিচয় দেওয়া হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অধ্যায়নরত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টটা গোপন করতেই এই প্রতারণা আশ্রয় নিয়েছে হেরী।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, হেরী ফ্যাসিস্ট শাসনামলে ছাত্রলীগ নেতা হিসেবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে চলতেন। সেলফি তোলা ও সভা সমাবেশে প্রকাশ্যে অংশগ্রহণ করতেন ও সরকারি নানা সুযোগ-সুবিধা নিতেন। এখন বৈষম্যবিরোধী নেতা হয়ে গেল কিভাবে?

Screenshot_1

এ দিকে ইটনা উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীল এক নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, হেরী আমাদের সঙ্গে ছাত্রলীগ করতেন। রাজপথে মিটিং মিছিলে অংশ নিতেন। সবার আগে সেলফি তোলে ফেসবুকে পোস্ট করতেন।

অন্য একটি সূত্র দাবি করেন, হেরী একজন সমাজকর্মী। নিজের ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে আন্দোলনে অংশগ্রহণ নেন।

তানভীর আহম্মেদ হেরীর সঙ্গে এ বিষয় কথা বলার জন্য তাকে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

Screenshot_2

এ বিষয়ে ইটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আফজাল হোসাইন শান্ত বলেন, হেরী একজন সমাজকর্মী। তিনি আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে নিজ ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন সম্মুখযোদ্ধা ছিলেন হেরী। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে গুজব রটাচ্ছে। আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি।

কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, হেরী ইটনা উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক। যদি তার ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |