ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এনআইডির ছবি তুলতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৫:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নতুন ভোটার হিসেবে যুক্ত হতে ছবি তুলে ফেরার সময় বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১) ৷ এ ঘটনায় আহত আরেক বন্ধু হলেন মোটরসাইকেল চালক একই এলাকার শাহিনের ছেলে সাগর (২১)।  

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যান। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই শুভ প্রাণ হারান।  

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে হৃদয় মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনার পর নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |